আন্তর্জাতিক

আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ হিলারির

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):  চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন হিলারি ক্লিনটন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিনে হিলারি এই মনোনয়ন গ্রহণ করেন। খবর বিবিসির।

এই সময় হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, ‘তিনি পুরো বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করতে চাইছেন। এমনকী একে অপরের কাছ থেকেও।’

হিলারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অ্যাড ক্যাম্পেইনের একটি উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প ‘মর্নিং আমেরিকা’ থেকে ‘মিড নাইট আমেরিকা’ পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে রিপাবলিকান পার্টি মনোয়ন পেয়েছেন। তিনি চান, আমরা যেন ভবিষ্যতকে ভয় পাই।’

নির্বাচনে হিলারি জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

Show More

আরো সংবাদ...

Back to top button