আন্তর্জাতিক

তুর্কমেনিস্তানে নিষিদ্ধ হল ধূমপান

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সিগারেটসহ তামাকজাত সব ধরনের পণ্যের বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হল তুর্কমেনিস্তানে। একই সঙ্গে প্রকাশ্য ধূমপানেও নিষেধাজ্ঞা আরোপ হল। মধ্য এশিয়ার এই দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বারদ্যমুখামেদো সরকারি এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।

প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি নিজে স্বাস্থ্যসম্পর্কে যথেষ্ট সচেতন। মাঝেমধ্যেই তাঁকে রাস্তায় সাইক্লিং করতে দেখা যায়। নিয়মিত প্রাতর্ভ্রমণেও বেরোন। এহেন প্রেসিডেন্ট যে ধূমপানের ঘোরতর বিরোধী, এই নিষেধাজ্ঞা আরোপ করে বুঝিয়ে দিয়েছেন।

সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে দেশের কোনও দোকানে লুকিয়ে-চুরিয়ে তামাকজাত পণ্য বিক্রির চেষ্টা হলে, সর্বাধিক ১,২০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৫৮৬১ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।

Chrono-TM নামে একটি ওয়েবসাইট দাবি করে, তুর্কমেনিস্তানে তামকজাত পণ্য নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সিগারেট নিয়ে কালোবাজারি শুরু হয়েছে। খাস রাজধানীর রাজপথেই চলছে সিগারেটের কালোবাজারি। যতই নিষেধাজ্ঞা থাক, ৮ পাউন্ড খরচ করেও লোকজন লুকিয়ে সিগারেটর প্যাকেট কিনছে।

যদিও এই নিষেধাজ্ঞার পরপরই সরকারি টিভিতে সম্প্রচার করা হচ্ছে প্যাকেট প্যাকেট সিগারেট পুড়িয়ে নষ্ট করে ফেলা হচ্ছে।

সূত্র: এই সময়

Show More

আরো সংবাদ...

Back to top button