
এবার রোনাল্ডোর নামে বিমান
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
স্টেডিয়াম, সড়ক, বিমানবন্দর বা বড় কোনো স্থাপনার নাম সাধারণত কিংবদন্তিদের নামে হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনই সেই দলে। দেশের হয়ে ইউরো জেতার পর জন্মস্থান মাদেইরার বিমানবন্দরের নাম বদলে রাখা হয়েছে রোনাল্ডোর নামে।
এবার তার নামে বিমান আনল আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ার। আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ার তাদের বোয়িংয়ের নাম দিয়েছে ‘রায়নালদো’। টুইটারে রোনাল্ডো ও বিমানের ছবি পোস্ট করে এমনটিই জানিয়েছে রায়ানএয়ার।
মাদেইরার রাজধানী ফুনচল। এখানেই জন্মেছিলেন ইউরোকাপজয়ী সিআর সেভেন। আর নামের বিমানবন্দরেই ওঠা-নামা করছে এই বিমান। এর আগে নিজের জন্মস্থানে নিজের নামে একটি বিলাসবহুল হোটেলও খুলেছেন রোনাল্ডো।
এদিকে এবার ভিন্ন রূপে দেখা গেল রোনাল্ডোকে! যুক্তরাষ্ট্রে এক ভক্তের সেলফির আবদারে বিরক্তি প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। রীতিমতো তাকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহরে শপিংয়ে বের হয়েছিলেন রোনাল্ডো। বিশ্ব ফুটবলের তারকা বলে কথা। ইউরোজয়ীকে দেখামাত্র অনেকেই কাছাকাছি এসে ছবি তুলতে থাকেন। ভিড়ই লেগে যায়। শপিংমলে প্রবেশের সময় এক তরুণ ভক্ত মোবাইলে সেলফি তোলার চেষ্টা করেন। অনেকটা বিরক্ত হয়ে তাকে ডান-হাত দিয়ে আলতো ধাক্কা দিয়ে বসেন পর্তুগিজ আইকন। শেষ কবে সিআর সেভেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তা বলা মুশকিল! ওয়েবসাইট