বিনোদন

‘হাউসফুল ৪’ সিনেমায় ব্রেট লি!

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ক্রিকেট ছিল তার পেশা। একটু-আধটু অভিনয়ের নেশাও যে ছিল না, তাও নয়। তবে ক্রিকেট থেকে অবসরের পর এখন বলিউডে পুরোদস্তুর অভিনয় করছেন তিনি।

এবার ‘হাউসফুল ৪’ এ অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে পারেন। তিনি অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার ব্রেট লি।

বলিউডে জোর গুঞ্জন, পরিচালক অনুপম শর্মা এবং প্রযোজক সাজিদ নাদিদওয়ালা নাকি ইতিমধ্যেই প্রজেক্টটা নিয়ে ব্রেট লির সঙ্গে দেখা করেছেন। লি অবশ্য এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি শুধু বললেন, আমি জানি না।

ইন্ডাস্ট্রিতে লির সবচেয়ে পছন্দ শাহরুখ খান এবং প্রীতি জিন্তা।

তিনি বলেন, শাহরুখ আর প্রীতিকে আমার দারুণ লাগে। শাহরুখ তো বলিউডে বেশ কিছু ভালো কাজ করেছে। সব জায়গায় সেগুলোর খুব প্রশংসা করি আমি।

ভবিষ্যতে বলি বাদশার সঙ্গেও স্ক্রিন শেয়ারের ইচ্ছে রয়েছে তার। তবে আপাতত লক্ষ্য কো-স্টার ‘খিলাড়ি’।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ব্রে টলির ‘আনইন্ডিয়ান’ সিনেমাটি অক্টোবরে মুক্তি পাবে।

Show More

আরো সংবাদ...

Back to top button