স্বাস্থ্য

জমি রেজিস্ট্রেশনে ব্যর্থ বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি নয়

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বেসরকারি চার মেডিকেল কলেজকে নিজেদের নামে জমি রেজিস্ট্রেশনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নিজ প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে ওই চার মেডিকেল কলেজ আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬ ও ২০১৭) এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।

কলেজ চারটি হলো- বাংলাদেশ মেডিকেল কলেজ, ধানমন্ডি, উত্তরা আধুনিক কলেজ, উত্তরা, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, উত্তরা ও পপুলার মেডিকেল কলেজ, ধানমন্ডি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নির্ভরযোগ্য সূত্র জানায়, গত বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল/ডেন্টাল/হোমিওপ্যাথিক কলেজ/আইএইচটি/ম্যাটস অনুমোদন, স্থগিতাদেশ প্রত্যাহার, আসন বৃদ্ধি ও নবায়ন সংক্রান্ত সভায় এ নির্দেশনা জারি করা হয়।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ এর সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত পৃথক একাধিক প্রজ্ঞাপনে এ সকল নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে শুধু এ চার বেসরকারি মেডিকেল কলেজই নয়, অন্যান্য যে সকল বেসরকারি মেডিকেল কলেজের নামে নিজস্ব জমি নেই তাদেরকেও আগামী ৩০ আগস্টের মধ্যে জমি রেজিস্ট্রেশন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।

২৭ জুলাইয়ের ওই বৈঠকে রাজধানীর আরেক বেসরকারি শমরিতা মেডিকেল কলেজকে গত শিক্ষাবর্ষে (২০১৫ ও ২০১৬) শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত তথ্যউপাত্ত ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়। অন্যথায় স্বাস্থ্য মন্ত্রণালয় আসন্ন শিক্ষাবর্ষে তাদেরও এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখবে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, গত ২৯ জুন এ সকল হাসপাতালকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। নিজেদের নামে জমি রেজিস্ট্রেশন দেখাতে না পারলে তারা নতুন করে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button