বিনোদন

লুলিয়াকে ‘ভাবি’ বলে ডাকছেন সালমানের বন্ধুরা?

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ভাইজানের ঘনিষ্ঠ বন্ধুরা নাকি তাঁকে এখন থেকেই ‘ভাবি’ বলে ডাকছেন। আর তাতে একটু লজ্জা পেলেও বিষয়টি নাকি এনজয়ও করছেন তিনি। তিনি লুলিয়া ভানটুর। সল্লু মিঞার গার্লফ্রেন্ড। না! এই রোমানিয়ান সুন্দরীই যে তাঁর ‘লেডি লাভ’ তা কখনো নিজে মুখে বলেননি ভাইজান। তবে বলি মহলে কান পাতলে তো এমন জল্পনাই শোনা যাচ্ছে। আর ইদানিং যখন সল্লু মিঞার বন্ধুরাও তাঁকে ঘনিষ্ঠ মহলে ‘ভাবি’ বলে ডাকছেন তখন খবরটা অনেকটা কনফার্ম বলেই মনে করছেন বি-টাউনের একটা বড় অংশ। তাই ছাদনাতলায় যেতে হয়তো আর খুব বেশি দেরি নেই সালমান-লুলিয়ার। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে নাকি এখন এক সঙ্গেই যাচ্ছেন সালমান-লুলিয়া। ভাইজানের বাড়ির সঙ্গেও নাকি লুলিয়ার বেশ ভাল সম্পর্ক। তাই এবার ডেট ঠিক করার পালা। সূত্র: আনন্দবাজার

Show More

আরো সংবাদ...

Back to top button