বিনোদন

আমিরের মতো গোছানো হতে পারবো না : শাহরুখ

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সুপারস্টার শাহরুখ খান বলেছেন, শরীরের ফিটনেস নিয়ে কাজ করতে গেলে কখনও আরেক সুপারস্টার আমির খানের মতো নিয়ম মেনে চলতে পারবেন না। ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীর চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে ওজন বাড়িয়ে পরে আবার কমিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। এ প্রসঙ্গে এমন কথা বলেছেন বলিউড বাদশা।

শাহরুখের মতে, শরীর নিয়ে সত্যিকার অর্থেই কঠোর পরিশ্রম করেছেন ‘পিকে’ তারকা আমির। তার কথায়, ‘আমির খুব নিয়ম মেনে চলে। শরীর নিয়ে প্রচুর খেটেছে ও। দুই বছর আগে দেখলাম অনেক ওজন বাড়িয়েছে ও। এখন আবার বাড়তি সব ওজন কমিয়ে ফেলেছে সে। আমি কখনও নিয়মানুবর্তী হতে পারবো না।’

একটি লাইভ ভিডিও স্ট্রিমিং ও ব্রডকাস্টিং মাধ্যমের জন্য মতবিনিময়কালে ৫০ বছর বয়সী শাহরুখ আরও বলেন, ‘‘সত্যি বলতে ‘ওম শান্তি ওম’ ছবির পর শরীর নিয়ে খাটছিলাম।’’

২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে সিক্স-প্যাক অ্যাবস বানিয়েছিলেন শাহরুখ। এর পরের বছর আমির গজিনি’র জন্য এইট-প্যাক অ্যাবস বানান।

এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবির প্রচারণামূলক ভিডিওতে আধুনিক লুকে দেখা যাবে আমিরকে। কানে দুল, হাতে ব্যান্ড, আঙুলে আংটি- সব মিলিয়ে চলতি পুরুষদের মতো সেজেছেন ৫১ বছর বয়সী এই অভিনেতা।

Show More

আরো সংবাদ...

Back to top button