
জেলার সংবাদ
টাঙ্গাইলে সড়কে প্রাণ হারাল দুইজন
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা ও পোস্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার হুমায়ন কবির জানান, রাত ৮টার দিকে কদিম ধল্যা এলাকায় অজ্ঞাত এক নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, রাতে উপজেলার পোস্টকামুরী চরপাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এতে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।