জেলার সংবাদ

টাঙ্গাইলে সড়কে প্রাণ হারাল দুইজন

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা ও পোস্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার হুমায়ন কবির জানান, রাত ৮টার দিকে কদিম ধল্যা এলাকায় অজ্ঞাত এক নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, রাতে উপজেলার পোস্টকামুরী চরপাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এতে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button