
জেলার সংবাদ
মুকসুদপুরে ৮শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝালমাঠ বাহাড়া এলাকায় অভিযান চালিয়ে আটশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুকিত মাতুব্বর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
মুকিত একই উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়ার মৃত হাসেম মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) জাফর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঝালমাঠ বাহাড়া এলাকায় অভিযান চালায়। এসময় চার প্যাকেটে আটশ’ পিস ইয়াবাসহ মুকিতকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মুকিতের নামে মুকসুদপুর ও ভাঙ্গা থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।