আন্তর্জাতিক

ভারতে ভবন ধসে ৯ জনের মৃত্যু

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ভারতের পুনেতে নির্মাণাধীন ভবন ধসে কমপক্ষে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ১৩ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, সকালে ভবনটির উপর তলার অংশ ভেঙে নিচে পড়ে।

পুনের মেয়র প্রশান্ত জাগতাপ বলেন, ‘আমরা দুর্ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। নির্মাণাধীন সব ভবন পরিদর্শনের জন্য নির্দেশ দেয়া হবে। শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত কি না তাও খতিয়ে দেখা হবে।’

শ্রমিকরা দুর্ঘটনা ঘটার আগে নিরাপত্তা সরঞ্জাম পরেছিলেন কি না এবং সেইফটি নেট ব্যবহার করা হয়েছিল কি না জানা যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকা পড়েছে কি না তা খতিয়ে দেখছে উদ্ধারকর্মীরা।

পুনে শহরটি মুম্বাই থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

Show More

আরো সংবাদ...

Back to top button