আন্তর্জাতিক

ফ্লিপকার্টে ৭০০ কর্মী ছাঁটাই

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

গত এক সপ্তাহে প্রায় ৭০০ কর্মী ছাঁটাই করেছে ভারতের বৃহৎ ই-কমার্স মার্কেট প্লেস ফ্লিপকার্ট। আধুনিক এই তথ্য-প্রযুক্তির যুগেও ব্যবসার মন্দা দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

ছাঁটাইয়ের ফলে মোট কর্মী বাহিনীতে যার অনুপাত ২ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৩ জানিয়ে কর্তৃপক্ষ বলছে, অন্তত ৩০ হাজার কর্মী রয়েছেন ফ্লিপকার্টে। সুতরাং ছাঁটাইয়ে কোনো প্রভাব পড়বে না। আর যাদের বাদ দেওয়া হলো তারা মূলত নন-পারফর্মিং।

ব্যাঙ্গালুরু ভিত্তিক এই প্রতিষ্ঠানটি আগামী কয়েক দিনে আরও কর্মী ছাঁটাই করতে পারে বলেও জানা গেছে।

প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ বিনি বানসাল বলেছেন, ভারতের শীর্ষ অনলাইন শপিং পোর্টাল হিসেবে জায়গা ধরে রাখতে কেবল ছাঁটাই-ই নয়, নেওয়া হবে অভিনব সব উদ্যোগ।

Show More

আরো সংবাদ...

Back to top button