জাতীয়

বন্যার্তদের পাশে ‘প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

কুড়িগ্রামে বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়েছে ‘প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

ঢাকা থেকে শনিবার সকালে কুড়িগ্রাম পৌঁছেছে তাদের ১১ সদস্যের একটি দল। তাদের প্রস্তুতি মোতাবেক প্রথম দফায় ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের ফাউন্ডার ইকরাম উদ্দিন আবির।

গত দু’দিন ধরে তাদের স্থানীয় ভলান্টিয়াররা দুর্গত এলাকা পরিদর্শন করে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ে ত্রাণ বিতরণ করা হবে বলে তারা স্থির করেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১২টা থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন, মোম, লাইটার, পানি বিশুদ্ধকরণ ফিটকিরি ইত্যাদি।

ঢাকা থেকে আসা ১১ জন ছাড়াও স্থানীয় ১০ জন ভলান্টিয়ার এ কাজে অংশগ্রহণ করেছে। ফাউন্ডার ইকরাম উদ্দিন আবির জানান, তার একার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব হতনা। তার সাথে ফাউন্ডেশনের সদস্য ইমদাদুল হক বাপ্পি, শরীফ আহমেদ ভূঁইয়া, সোলাইমান, বিপুল, মহসিন, তৌফিক তুষার, ইস্পার, নিয়ন, শুভ্র, রায়হান, হাসান, মিলন ফারুক, প্রদীপ, রেজোয়ানসহ আরো কয়েকজন নিরলস পরিশ্রম করছেন।

এছাড়া যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার তাদের লোকজন দিয়ে সহায়তা করছেন। তিনি সকলের সার্বিক সহায়তা কামনা করেছেন। ২য় ধাপে ৩১ জুলাই তাদের আরো একটি দল ত্রাণ বিতরণে কুড়িগ্রাম আসবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ‘প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’ পথশিশুদের জন্য ঢাকায় একাধিক স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়া সারাদেশে বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।

Show More

আরো সংবাদ...

Back to top button