জাতীয়

বন্দিদের সাক্ষাতে দু’একদিন সময় লাগবে

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

পুরনো ঠিকানা ছেড়ে কেরানীগঞ্জের নতুন ঠিকানায় যাওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের সঙ্গে শনিবার সাক্ষাতের সুযোগ পাননি তাদের স্বজনরা।

শনিবার সকাল থেকে কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে এসে বেশ কয়েকজন দর্শনার্থীকে ফিরে যেতে দেখা যায়।

দেখা না হওয়ার বিষয়ে জেল সুপার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের জানান, ‘শুক্রবার আমরা ৬ হাজার ৫১১ জন বন্দিকে নিয়ে এসেছি। এখানে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তবে বন্দিদের সঙ্গে সাক্ষাতের কক্ষটি এখনও প্রস্তুত হয়নি। এটি প্রস্তত করতে দু’এক দিন সময় লাগবে।’

নতুন কারাগারের প্রথম দিনে সকাল থেকে কারারক্ষীদের মালপত্র নিয়ে আসতে দেখা যায়।

কারাগারের পরিবেশ সম্পর্কে এক কারারক্ষী জানান, ‘পুরনো কারাগার ভবনটি ছিল ঘিঞ্জির মধ্যে। তবে এখনকার পরিবেশ অনেক খোলামেলা। জায়গা বেশি। আলো-বাতাসও বেশি। বেশ ভালো আছি।’

শুক্রবার ২২৮ বছর পর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ৬ হাজার ৫১১ জন বন্দিকে কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারে স্থানান্তর করা হয়।

ভোর ৬টা থেকে বন্দি স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে পুরনো কারাগার থেকে বন্দিদের শেষ বহরটি ছেড়ে যায়।

Show More

আরো সংবাদ...

Back to top button