
জেলার সংবাদ
রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোশারফ হোসেন রঞ্জু(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রঞ্জু উপজেলার সাওঘাট এলাকার উকিল উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সাওঘাট এলাকাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন রঞ্জু। দুপুরে সাওঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।