জাতীয়

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়া স্থগিত

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় জাপানের অর্থায়নে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের দরপত্রে দেশটির দুটি প্রতিষ্ঠান অংশ নেয়নি। এ কারণে বিদ্যুৎকেন্দ্রটির দরপত্র প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

গত ২৪ জুলাই দরপত্রের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু জাপানের তোশিবা করপোরেশন ও মিতসুবিসি হিতাচি পাওয়ার সিস্টেম লিমিটেড অংশ না নেওয়ায় দরপত্র প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

শুক্রবার জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলশানে জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকার দরপত্র প্রক্রিয়া স্থগিত করেছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দরপত্র স্থগিতের বিষয়ে জাপানের সরকারি সংস্থা জাইকা লিখিতভাবে কিছু জানায়নি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমি বিষয়টা নিয়ে জাপানের রাষ্ট্রদূত ও জাইকার বাংলাদেশ প্রধানের সঙ্গে কথা বলব।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশীসহ ২০ জন জিম্মি নিহত হয়। এর মধ্যে সাতজন ছিলেন জাপানি। তারা ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন।

জঙ্গি হামলায় জাপানিদের নিহত হওয়ার প্রেক্ষিতে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের দরপত্রে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলো দেশটির প্রতিষ্ঠান দুটি।

উল্লেখ্য, গত বছরের অাগস্টে মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট ‘অত্যাধুনিক’ ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৩৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে সরকার।

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এই প্রকল্পে ২৯ হাজার কোটি টাকা দেবে।

কয়লা ওঠা-নামার জন্য বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গেই একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়টিও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button