জেলার সংবাদ

সৈকতে গোসল করতে নেমে তরুণীর মৃত্যু

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার সময় স্রোতের তোড়ে ভেসে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৬-২৭ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী সী-ক্রাউন্টের এলাকা থেকে শনিবার দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সমুদ্র সৈকতে গোসল করার সময় স্রোতের তোড়ে ওই তরুণী ভেসে গিয়ে মারা যান। এ সময় সৈকতে নিয়োজিত উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা আরও ৪ জনকে উদ্ধার করেছেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সমুদ্র সৈকতে তারা সবাই বেড়াতে এসেছেন এবং হোটেল সী-ক্রাউনের ৪১৫ কক্ষে উঠেছেন বলেও জানান তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button