আন্তর্জাতিক

রিং হচ্ছে নিখোঁজ ভারতীয় বিমানের মোবাইলে

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ভারতীয় বিমান বাহিনীর বিমান ‘এএন থার্টি টু’ গত ২২ জুলাই নিখোঁজ হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে আরো একটি রহস্যের খবর জানালো বিমানে থাকা জওয়ান রঘুবীর ভার্মার পরিবার। তারা জানিয়েছে, ওই বিমানের সঙ্গে রঘুবীর নিখোঁজ থাকলেও তার মুঠোফোনটি এখনো সচল।

বিমান নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার সকালে তার নম্বরে ফোন করা হলে সেটিতে রিং হয়েছে বলে দাবি করেছে রঘুবীরের পরিবার। নিখোঁজ হওয়ার চারদিন পর অর্থাত্‍ ২৬ জুলাই শেষবার রঘুবীর তার হোয়াটসঅ্যাপ খুলেছিলেন বলেও জানিয়েছেন তার স্বজনরা। এরপর থেকে ওই বিমান নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়েছে।

এদিকে ‘এএন থার্টি টু’ বিমানটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে ভারত সাহায্য চাইবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর। বিমান নিখোঁজের ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি অন্তর্ঘাত তা নিয়েও সংশয় কাটেনি। বিদেশি আক্রমণ বা অন্য কোনো রহস্যময় কারণে বিমান নিখোঁজ হতে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভারতের চেন্নাই থেকে পোর্টব্লেয়ার যাওয়ার পথে ২২ জুলাই নিখোঁজ হয়ে যায় দেশটির বিমান বাহিনীর বিমান ‘এএন থার্টি টু’। এরপর বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি সত্ত্বেও এখনো বিমান বা তার আরোহী ২৯ জনের কোনো খবর মিলেনি। বিমানের কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি।

এদিকে রঘুবীর ভার্মার পরিবারের দাবিতে ফের আশার আলো দেখছে উদ্ধারকারী দল। তার মোবাইলের সূত্র ধরে যদি বিমানটি খুঁজে পাওয়া যায় সেই আশাতেই নতুন করে তল্লাশি অভিযান শুরু করার কথা ভাবছে ভারত।

Show More

আরো সংবাদ...

Back to top button