আন্তর্জাতিক

পাথর নিক্ষেপকারীরা জঙ্গি, ২০ বছর কারাদণ্ড

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতিবাদ-প্রতিরোধকে স্তব্ধ করে দিতে নজিরবিহীন দমন-পীড়নের পরিকল্পনা করেছে দখলদার ইসরাইল।

দেশটির সরকার এরই মধ্যে পাথর ছুড়ে প্রতিবাদকারীদের ‘জঙ্গি’ ঘোষণা করেছে। এ কাজ জড়িত কাউকে ধরতে পারলে ২০ বছর কারাদণ্ড দেয়ারও ঘোষণা দিয়েছে তারা।

নতুন আইনের ঘোষণা দিয়ে ইসরাইলের আইনমন্ত্রী আয়েলত শাখেদ বলেছেন, ‘জঙ্গিদের প্রতি সহনশীলতার দিন আজ থেকে ফুরোল। একমাত্র কড়া শাস্তিই এই প্রথা বন্ধ করতে পারে।’

নতুন আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কেউ পাথর ছুড়লে, তা জঙ্গি কার্যকলাপ হিসেবেই গণ্য হবে এবং তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাথর কী উদ্দেশ্য ছোড়া হয়েছিল, তা জানা না গেলে শাস্তির মেয়াদ কমে হতে পারে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের জন্মভূমিতে ১৯৪৮ সালে জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় ইহুদিবাদীরা। তাদের হাত থেকে স্বদেশকে মুক্ত করতে পায় আট দশক ধরে লড়াই করে আসছে ফিলিস্তিনিরা। সশস্ত্র এ লড়াইয়ে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ব্যাপক দমন-পীড়ন এবং কূটনৈতিক কৌশলের মাধ্যমে সশস্ত্র লড়াইকে স্তিমিত করে দিতে ধারাবাহিকভাবে চেষ্টা করে আসছে ইসরাইল। এতে তারা অনেকটা সাফল্যও পেয়েছে।

তবে স্বাধীনতার জন্য ফিলস্তিনিদের আন্দোলন কখনোই থেমে থাকেনি। তারা ‘ইন্তিফাদা’ নামে গণআন্দোলন ছাড়াই প্রায় সময়েই ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করে থাকে।

এক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে ইসরাইলি সেনা ও দখলদারদে প্রতি পাথর ছুড়ে থাকেন প্রতিবাদী ফিলিস্তিনিরা।

Show More

আরো সংবাদ...

Back to top button