
আন্তর্জাতিক
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ২৮ বেসামরিক নিহত
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে মার্কিন জোটের বিমান হামলায় কমপক্ষে সাত শিশুসহ ২৮ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। ব্রিটিশভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থাটির একটি রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মানবিজ শহরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত আল গান্দোর এলাকায় ওই বিমান হামলা চালানো হয়।
এর মাত্র একদিন আগেই মার্কিন জোটের হামলায় বেসামরিক নিহতের বিষয়টি স্বীকার করেছিল জোট। হামলায় নিহতদের পরিচয় জানা যায়নি।
গত সপ্তাহে মানবিজের তোখার এলাকায় জোটের আরো একটি পৃথক হামলায় কমপক্ষে ৫৬ বেসামরিক নিহত হয়।