
নাইজারে বন্যায় ১০ জনের প্রাণহানি
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
নাইজারে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। মরু অঞ্চলসহ দেশের বিশাল এলাকা জুড়ে বন্যার বিস্তার ঘটে। শুক্রবার জাতিসংঘ একথা জানায়।
জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দফতর জানায়, বন্যায় দু’টি মরু এলাকা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। এ দু’টির একটি হচ্ছে দেশের পশ্চিমের তাহোয়া মরু এলাকা। সেখানে বন্যায় সাতজনের মৃত্যু হয় এবং পাঁচ হাজার ৩২১ জন গৃহহীন হয়ে পড়ে। অপরটি হচ্ছে দেশের উত্তরের আগাদেজ মরু এলাকা। সেখানে বন্যার ঘটনায় তিনজনের মৃত্যু হয় এবং ১৮ হাজার ৪৪৮ গৃহহীন হয়ে পড়ে।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ দুই এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৯ হাজার ৫৩৬ টি গরু, ছাগল, ভেড়া ও উট মারা যায় এবং শত শত একর জমি পানিতে তলিয়ে যায়।
সরকারি টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায় বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিভিন্ন প্রাণীর মৃতদেহ বন্যার পানিতে ভেসে আছে।
নাইজার কর্তৃপক্ষ এবং জাতিসংঘ বন্যায় গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোকে সহায়তায় তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
উল্লেখ্য, ২০১৫ সালে নাইজারে বন্যায় প্রায় এক লাখ ৩ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছিল এবং এতে অনেকের প্রাণহানি ঘটে।