
৫ মাসে তালেবানের কাছে ৫% ভূমি হারিয়েছে আফগান সরকার
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চলতি বছরের প্রথম পাঁচ মাসে তালেবানের কাছে পাঁচ শতাংশ ভূখণ্ড হারিয়েছে আফগানিস্তান সরকার। অর্থাৎ, বর্তমানে দেশটির মোট জেলার দুই-তৃতীয়াংশেরও কম জেলার নিয়ন্ত্রণ রয়েছে সরকারের হাতে। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর রিকনস্ট্রাকশন’র (সিগার) জরিপে এই তথ্য উঠে এসেছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট আফগানিস্তানে হামলা করে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বর্তমানে সবচে বেশি ভূখণ্ড এই সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান অভিযান শেষ করে দেশটির নিরাপত্তার দায়িত্ব তাদের সমর্থিত সরকারের কাছে বুঝিয়ে দেয়। এরপর থেকেই বিভিন্ন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান।
সিগারের প্রতিবেদনে আরো বলা হয়, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ‘আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস’র পেছনে যুক্তরাষ্ট্র বছরে ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করছে। এত অর্থ ব্যয় সত্ত্বেও অতীতের যেকোনো সময়ের চেয়ে শান্তি এখন আফগানদের থেকে আরো বেশি দূরে।
আরো পড়ুন: আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান, নেপথ্যে ৩ কারণ
গত সপ্তাহে জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন সহিংসতায় ১ হাজার ৬০১ জন লোক নিহত হয়েছে, যাদের তিনভাগের একভাগই শিশু। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। চলতি বছর সহিংসতার ঘটনা গত বছরের চেয়ে চার শতাংশ বেশি।
নতুন করে আবার আফগানিস্তানের সরকারি বাহিনী এবং অবশিষ্ট মার্কিন বাহিনীকে আইএস এবং আইএস সমর্থক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির মোকাবেলা করতে হচ্ছে। মার্কিন বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএসের সঙ্গে যুদ্ধে পাঁচ মার্কিন সেনা আহত হয়েছে।
সিগারের প্রতিবেদন অনুসারে, চলতি বছর মোট ১০টি জেলার দখল নিয়েছে তালেবানরা। এতে আরো বলা হয়, আফগানিস্তানে মার্কিন বাহিনীর দেয়া তথ্যমতে, সরকার ‘নিয়ন্ত্রিত অথবা প্রভাবিত’ ভূখণ্ডের পরিমাণ চলতি বছরের শুরুতে ছিল ৭০ দশমিক ৫ শতাংশ, যা মে মাসের শেষ নাগাদ কমে দাঁড়িয়েছে ৬৫ দশমিত ৬ শতাংশ।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন জানান, তালেবানের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ এলাকায়ই হচ্ছে গ্রামীণ জনপদ। দেশটির অবকাঠামোগত নানা সমস্যার কথাও তুলে ধরা হয় সিগারের প্রতিবেদনে। অতীতের যেকোনো সময়ের চেয়ে সবচে বাজে অবস্থা যাচ্ছে বিদ্যুৎ খাতে। প্রতি তিনজনের মাত্র একজন আফগান পায় বিদ্যুৎ সুবিধা।