জাতীয়

উচ্চশিক্ষিত তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে: নাহিদ

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষিত তরুণদের বিভ্রান্ত করে তাদের জঙ্গি বানানো হচ্ছে। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এমনটাই দেখা গেছে।

শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সেরা সংগঠকদের পুরস্কার বিতরণে অনুষ্ঠানটির আয়োজন করে।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, বর্তমানে দেশের একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে জঙ্গিবাদ।

জঙ্গিবাদ প্রতিরোধে বই পড়া কর্মসূচি একটি ভালো উপায় মন্তব্য করে তিনি বলেন, ভালো বই পড়ালে তরুণদের সঠিক পথে রাখা সম্ভব।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ন্যূনতম ৮০টি বই পড়লে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। তাদের হৃদয় উন্নত হবে। দেশকে ভালোবাসতে শিখবে, পৃথিবীকে বড় করে দেখবে।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের ১৫৩ জন লাইব্রেরিয়ানের (সেরা সংগঠক) হাতে পুরস্কার তুলে দেয়া হয়। চার হাজার টাকার একটি পে-অর্ডার, একটি সার্টিফিকেট ও বই উপহার দেয়া হয় তাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সেকায়েপ প্রকল্পের পরিচালক ড. মো. মাহামুদ উল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ডেপুটি টিম লিডার মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

Show More

আরো সংবাদ...

Back to top button