
আন্তর্জাতিক
পাকিস্তানে বিয়ে খেতে গিয়ে বন্যায় ১৫ জনের প্রাণহানি
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
পাকিস্তানের কেন্দ্রশাসিত বিশেষ অঞ্চল খাইবার এজেন্সিতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আকস্মিক বন্যায় ১৫ অতিথি ভেসে গেছেন।
শনিবার (৩০ জুলাই) খাইবার এজেন্সির লান্দি কোতাল এলাকায় ওই অতিথিদের বহনকারী বাস দুর্ঘটনাকবলিত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।
ইকবাল খান নামে ওই কর্মকর্তা জানান, বন্যায় বেশ ক’জন নিখোঁজ রয়েছেন। আহতও হয়েছেন বেশ ক’জন।
এই বিয়ের যাত্রীরা কোন পক্ষের ছিলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসে ভারি বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ৫৫ জনের প্রাণহানি হয়েছে।