
‘টু বি কন্টিনিউড’ ছবির ডাবিংয়ে পূর্ণিমা
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চিত্রনায়িকা পূর্ণিমা অনেকদিন ধরে বড় পর্দায় নেই বললেই চলে। তিন বছর আগে সবশেষ ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় ‘টু বি কন্টিনিউড’ ছবিতে কাজ করেছিলেন তিনি। এটি আদৌ আলোর মুখ দেখবে কি-না তা নিয়ে ধোয়াশা রয়েছে। তবে সেটা সম্ভবত এবার কাটছে।
তিন বছর পর ছবিটির ডাবিংয়ের কাজ শুরুর মাধ্যমে আশার আলো আবার জ্বলতে শুরু করেছে। পরিচালক ফাহমি ফেসবুকে লিখেছেন, “দীর্ঘদিন পর ‘টু বি কন্টিনিউড’ ছবির ডাবিংয়ের কাজ শুরু হলো।”
পূর্ণিমা ইতিমধ্যেই ডাবিংয়ে অংশ নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বললেন, ‘শুটিং শেষ হলেও ডাবিংসহ পোস্ট প্রোডাকশনের কাজ এখনও চলছে। ছবিটির শুটিংয়ের মাঝে আমি সন্তানসম্ভবা থাকার কারণে একটু সময় নিয়েছি। গত দুই বছর আমাকে ডাবিংয়ের জন্য ডাকা হয়নি। এখন ডাক এসেছে, তাই গত ২৮ জুলাই কিছু অংশের ডাবিং করেছি। এখনও কয়েকটি অংশের জন্য ডাবিং প্রয়োজন।’
‘টু বি কন্টিনিউড’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে গায়ক-নায়ক তাহসানের। তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন পূর্ণিমা। এ ছাড়া অভিনয় করেছেন আবুল হায়াত ও মিশু সাব্বির।
ছবিটির দৃশ্যধারণ চলাকালীন মাঝপথে তাহসানের সরে দাঁড়ানোর খবর বেরিয়েছিলো। তাছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পূর্ণিমাও ঘরসংসারে মন দিয়েছিলেন। তাই অনিশ্চয়তার মুখে পড়ে ‘টু বি কন্টিনিউড’। মাঝে দুই বছর এর কোনো খবর পাওয়া যায়নি। এতোদিন পর ডাবিংয়ের মধ্য দিয়ে আবার আলোচনায় এসেছে ছবিটি।
চলতি বছরের শুরুতে ছবির গানগুলোর অডিও ইউটিউবে প্রকাশিত হয়। তবে ‘টু বি কন্টিনিউড’ কবে মুক্তি পেতে পারে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে বলে জানালেন পূর্ণিমা।