বিনোদন

ওজন কমাচ্ছেন অভিনেত্রী তিশা

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

টিভি পর্দার বাইরে সিনে পর্দায়ও ব্যস্ততা বেড়েছে নুসরাত ইমরোজ তিশার। তবে আজকাল এ অভিনেত্রী যেখানে যাচ্ছেন সেখানেই নিজের ওজন নিয়ে নতুন এক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

সবাই প্রশ্ন করছেন ‘তিশা এতো শুকিয়েছো কেন?’ সত্যিই তিশার ছিপছিপে শরীর দেখে অবাক হচ্ছেন অনেকেই। পাশাপাশি কেউ কেউ আবার কৌতূহলও প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে তিশা বলেন, ‘বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছি এখন। তাই ছবির প্রয়োজনেই ওজন কমাচ্ছি।’

এর আগে ভিন্নধারার ছবিতে অভিনয় করলেও চলতি বছর থেকে পুরো বাণিজ্যিক ঘরানার ছবির নায়িকা বনে গেছেন তিনি।

গেল ঈদেও শাকিব খানের নায়িকা হয়ে হাজির হয়েছেন সিনেমা হলের পর্দায়। আনন্দনগর প্রতিবেদক

Show More

আরো সংবাদ...

Back to top button