
আনুষ্ঠানিকভাবে চালু হলো আফসানা মিমির ফিল্ম একাডেমি
ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
আফসানা মিমির বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে (বিএফটিএ) নামের এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ‘অভিনয় বিষয়ক তিন মাসের বেসিক ওরিয়েন্টেশন কোর্স’ এর মাধ্যমে গতকাল ২৯ জুলাই থেকে শুরু হয়েছে। ঢাকার উত্তরায় বিএফটিএ-এর কার্যালয়ে কোর্সটির শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মিমি বলেন, ”দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন শিল্পের উন্নয়ন ঘটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগের প্রয়োজন আছে। সে ভাবনা থেকেই আমি এই প্রতিষ্ঠান চালু করেছি। আশা করছি সবার সমর্থন ও শুভাশীষ থাকবে আমার জন্য।”
আফসানা মিমি জানান, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গত বছরের নভেম্বরে বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমের বিভিন্ন বিষয়ের আঙ্গিকগত ও গুণগতমান উত্তরণের প্রত্যয়ে যাত্রা শুরু করেছে। অভিনয় বিষয়ক তিন মাসের বেসিক ওরিয়েন্টেশন কোর্সের বাইরেও বিএফটিএ এ বছরই অভিনয় বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স, একবছরের ডিপ্লোমা কোর্স চালু করছে। এ ছাড়া ভিডিও সম্পাদনার কোর্স ছয় মাসের এডিটিং ফিলসফি অ্যান্ড টেকনিক, একবছরের ফিল্মমেকিং কোর্স পর্যায়ক্রমে চালু হওয়ার অপেক্ষায়। তিন মাসের বেসিক ওরিয়েন্টেশন কোর্স প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ”অভিনয় বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক পাঠ দেবে এ কোর্স। শিক্ষার্থীরা যারা অভিনয় সম্পর্কে জানতে চান তাদের জন্য এ কোর্স। দ্বিতীয় ব্যাচের শিক্ষা কার্যক্রম চলতি বছরের ২৯ আগস্ট শুরু হবে।”
শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শুক্রবার সকালে উপস্থিত ছিলেন বিএফটিএর শিক্ষক ড. বিপ্লব বালা, সাইদুর রহমান লিপন, এডওয়ার্ড ফ্রান্সিস গোমেজ, শান রহমান, মামুনুর রহমান, মেহেদী তানজীর, একাডেমির প্রধান নির্বাহী আফসানা মিমি, ব্যবস্থাপনা উপদেশক শায়লা রহমানসহ অন্যরা। বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতেবর্তমান ঠিকানা- বাড়ি ৯৪, সড়ক ১, সেক্টর ১২, উত্তরা। অনলাইনের- bfta.edu.bd এ ঠিকানায় জানা যাবে বিস্তারিত।