খেলাধুলা

আর্জেন্টিনা দলে ফিরছেন না মেসি

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

আর্জেন্টিনার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফুটবল জাদুকর লিওলেন মেসি।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে হেরে অবসরের ঘোষণা দেন মেসি।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্ব। ধারণা করা হচ্ছিল, অভিমান ভুলে আবারও জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বার্সেলোনা তারকা মেসিকে।

কিন্তু সে সম্ভাবনা নাকচ করে মেসির পরিবারের এক সদস্য গোল ডটকমকে জানান, বর্তমানে মেসি জাতীয় দলের সদস্য নন। আর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার খেলার সম্ভাবনাও কম।

অবশ্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বড়ির কোচ হিসেবে পছন্দ জর্জ সাওপালি এবং মার্সেলো বিয়েলসাকে।

তারা চাইছেন, আর্জেন্টিনার পরবর্তী কোচ নির্বাচনেও মেসি ভূমিকা রাখুক।

কিন্তু এ বিষয়েও মেসির পরিবারের ওই সদস্য বলেন, ‘মেসি কোচ নিয়োগের ক্ষমতা রাখেন না। তিনি কাউকে বরখাস্তও করতে পারেন না।’

আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে তারা।

Show More

আরো সংবাদ...

Back to top button