জাতীয়

জামালপুরে বন্যায় ভেসে গেল রেললাইন

ঢাকা, ৩০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বন্যায় অব্যাহতভাবে বাড়ছে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি। এ বন্যায় জনপদ ও ফসলী জমি ভেসে গেছে আরও আগে। পানি বাড়তে বাড়তে একসময় ভাসিয়ে নিলো রেললাইনও।

উত্তরাঞ্চলের জামালপুরের ইসলামপুর এলাকায় বন্যায় ভেসে যাওয়া সেই রেললাইনের ওপর দিয়েই চলেছে ট্রেন।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, পানিতে ভেসে যাওয়ার কারণে যেকোনো সময় রেললাইনের পাত খুলে যেতে পারে। এতে ঘটতে পারে কোনো অনাঙ্ক্ষিত ঘটনাও।

Show More

আরো সংবাদ...

Back to top button