জাতীয়

আজ থেকে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন।

রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। শতাধিক নার্সারি ও বৃক্ষবিষয়ক সংস্থা এই মেলায় অংশ নেবে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের স্লোগান ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলা উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার অতি প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আসে বৃক্ষ থেকে। এ ছাড়া খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বৃক্ষের ভূমিকা অপরিসীম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, বনায়ন একটি উৎপাদনশীল ক্ষেত্র। জনগণকে সম্পৃক্ত করে সৃষ্ট সামাজিক বনায়ন দরিদ্র জনগণের জীবিকার দ্বার উন্মোচিত করেছে। পরিবারের আয় বৃদ্ধি করছে।

Show More

আরো সংবাদ...

Back to top button