
জেলার সংবাদ
আদাবর থানা হাজতে আসামির আত্মহত্যা
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর আদাবর থানা হাজতে আব্দুল মান্নান নামে এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। থানার একজন পুলিশ সদস্য জানান, শনিবার রাতে আসামি আব্দুল মান্নানকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। আজ রবিবার ভোরের কোনো একসময় গায়ের ফতুয়া দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বেলা সোয়া ১১টার দিকে আদাবর থানার ডিউটি অফিসার মারুফ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।