আইন ও আদালত

নড়াইলে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

নড়াইলে জোড়া হত্যা মামলায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাসা মুন্সি এ রায় দেন।

১৯৯৫ সালে নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট এলাকায় শাহীন ও লিছু নামে দুইজনকে হত্যা করা হয়। এতে ২৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিভিন্ন সময় ৬ জন আসামি মারা যান।

রায় ঘোষণার সময় ১৯ আসামি আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button