জেলার সংবাদ

পোল্ট্রি শিল্প ইস্যুতে সিলেটে সাংবাদিকদের প্রশিক্ষণ

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

পোল্ট্রি শিল্প ইস্যুতে সিলেটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে শুরু হওয়া কর্মশালায় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে পোল্ট্রি শিল্পকে এগিয়ে নেওয়া প্রয়োজন। সারা বিশ্বে যখন রেড মিট বা লাল মাংসের প্রতি আসক্তি কমেছে, তখন সাদা মাংস তথা পোল্ট্রি মোরগের মাংসের ওপর জোর দেওয়া হচ্ছে।

কিন্তু পোল্ট্রি শিল্পের বিকাশে ইতিবাচক দিকগুলো তুলে ধরা হচ্ছে না। এ সংক্রান্ত তথ্যও সাংবাদিকদের কাছে পৌছায় না। তাই পোল্ট্রি বিষয়ে রিপোর্টিং ও মানবদেহে আমিষের ঘাটতি প‍ূরণে সহায়ক বিষয়ক প্রতিবেদন প্রয়োজন।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন ওয়াচডগ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, সাংবাদিক  সোহরাব হাসান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, এনটিবি’র সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদ হাসান, ওয়াচডগ সিলেটেরর কো-অর্ডিনেটর ফয়সাল আহমদ বাবলু।

Show More

আরো সংবাদ...

Back to top button