
জেলার সংবাদ
সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে নিট কম্পোজিট কারাখানার শ্রমিকরা।
রোববার (৩১ জুলাই) সকালে ডগরমোরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকরা অবরোধ করে।
সরজমিনে দেখা যায়, ডগরমোরা এলাকার জালাল আহমেদ নিট কম্পোজিট কারখানার শতাধিক শ্রমিক বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান অবরোধের বিষয়ে বাংলানিউকে বলেন, শ্রমিকেরা তাদের কিছু দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।