
জেলার সংবাদ
সাতক্ষীরায় জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেপ্তার ৬৪
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নিয়মিত মামলার আরও ৫০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, একই সঙ্গে পুলিশের অভিযানে নিয়মিত মামলার আরও ৫০ আসামিকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।