জেলার সংবাদ

চমেক হাসপাতালের ক্যান্টিনে কর্মচারী খুন

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্টিনের এক কর্মচারী খুন হয়েছেন। রবিবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ফরহাদুল ইসলাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়ি এলাকার বাসিন্দা নুরুল আলমের সন্তান। মাসুদ নামে অপর এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, মাসুদ নামে এক যুবকের ছুটিকাঘাতে চমেক হাসপাতাল ক্যান্টিনের কর্মচারী ফরহাদ খুন হয়েছেন। রবিবার সকালে ফরহাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

Show More

আরো সংবাদ...

Back to top button