জেলার সংবাদ

কুমিল্লায় কবরস্থান নিয়ে সংঘর্ষ : আরো একজনের মৃত্যু

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

কুমিল্লা সদর উপজেলায় কবরস্থানের সংস্কার কাজের জের ধরে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় রাসেল (২৬) নামের এক যুবক নিহতের ঘটনায় পাল্টা হামলায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি কবরস্থানের গাছ কাটা নিয়ে কাউছার ও হানিফদের সঙ্গে একই এলাকার আবদুল মালেকের পরিবারের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষ সংঘর্ষ-গোলাগুলিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কাতারপ্রবাসী রাসেলকে (২৭) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।   এদিকে রাসেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন প্রতিপক্ষের একই এলাকার আবদুস সালামের ছেলে হানিফকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় তার মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব জানান, পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছেন। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button