জেলার সংবাদ

পদ্মায় তীব্র স্রোতে ৩৫ ফেরির ২১টি অচল

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

গত কয়েকদিন যাবত পদ্মার ফেরীঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাঁচ থেকে ছয় ঘন্টা ঘাটে অপেক্ষার পরও মিলছে না ফেরী। ঈদের সময়েও বাড়িতে যেতে যাত্রীদের এত দুর্ভোগ পোহাতে হয়নি। সংশ্লিষ্টরা বলছেন,পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওড়াকান্দিতে নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। দুই ঘাটে ৩৫টি ফেরীর মধ্যে ২১টিই অচল হয়ে পড়ে আছে। কার্যত দুই নৌ-পথে ফেরী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফেরি স্বল্পতা ও ঘাট ডুবে যাওয়ায় উভয় ঘাটে যানজট লেগেই আছে। শতশত যানবাহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীতে তীব্র সে স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরী যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। নদীর উভয় পাড়ে শত শত যানবাহন আটকা পড়েছে। নদী পার হতে ৫/৬ ঘন্টা সময় লাগছে। এতে করে হাজার ,হাজার যাত্রী সাধারণ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। অনেকে ঝুঁকি নিয়ে স্পিড বোটে নদী পারাপার হচ্ছেন। আরিচা ফেরি টার্মিনালের নিকট যমুনার পানিতে দোকানপাট তলিয়ে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক  বলেন, নদীতে তীব্র স্রোত বইছে। যাত্রী দুর্ভোগ লাঘবে ইতিমধ্যে মাওয়া ও কাওড়াকান্দি পয়েন্টে ৫টি টাগবোট কাজ করছে। ফেরীর পাশাপাশি টাগবোট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলদিয়া-পাটুরিয়া নৌপথে যাতায়াতকারী ১৮টি ফেরীর মধ্যে ৯টিই বর্তমানে অচল হয়ে আছে। অন্যদিকে মাওয়া-কাওড়াকান্দিতে ১৭টি ফেরীর মধ্যে ১২টি ফেরী ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। একাধিক পল্টুন ভেসে গেছে। নতুন করে কোন ফেরী বা পল্টুন চালু করা হয়নি।

 

Show More

আরো সংবাদ...

Back to top button