বিনোদন

১ কোটির ঘরে ইমরানের মিউজিক ভিডিও

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’র ভিডিও ইউটিউবে দেখা হলো ১ কোটি বার। রোববার (৩১ জুলাই)  খবর দেন তিনি।

ইমরানের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত বছরের ৫ এপ্রিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে ১ কোটি ৬৪২ বার। এতে তার সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান।

ইউটিউবে নিজের ভিডিও ১ কোটির ঘর পেরোনোয় আনন্দিত ইমরান।

তিনি বললেন, ‘এটা বাংলাদেশি গানের ক্ষেত্রের একটি রেকর্ড। ইতিহাসও। এবারই প্রথম আমাদের দেশের কোনো গান এই মাইলফলক স্পর্শ করলো। এ ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। পরে হয়তো অনেকের গান এই মাইলফলক ছুঁতে পারবে। তবে শুরুটা করতে পারলাম আমি, এটা অন্যরকম ভালোলাগার ব্যাপার। সব মিলিয়ে এটা একটা খুব খুশির খবর। টালিউডেও এমন নজির নেই।’

‘বলতে বলতে চলতে চলতে’ গানটি লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তার তৃতীয় একক অ্যালবামে এই গানটি রয়েছে। ‘বলতে বলতে চলতে চলতে’ নামেই গত বছর সংগীতা থেকে প্রকাশিত হয় এটি।

Show More

আরো সংবাদ...

Back to top button