
বিনোদন
সুন্দরবন ইস্যুতে সোচ্চার তারকারা
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুতকেন্দ্র নির্মাণ ঠেকাতে দেশজুড়েই চলছে আন্দোলন। পুলিশি বাধার মুখে চলছে রাজপথে আন্দোলন। আন্দোলনের সবচেয়ে শক্তিশালি প্ল্যার্টফর্ম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও সামিল হয়েছে ভার্চুয়াল আন্দোলনে। সাম্প্রতিক সময়ে সুন্দরবন ইস্যুতে শিল্পকলায় আয়োজিত ‘বাহাস’ চিঠি দিয়ে খারিজ করার ফলে নাটকপাড়ায় চলছে সমালোচনার ঝড়। নানা বাধার মুখেও আন্দোলনের সঙ্গে একাত্বতা ঘোষণা করছেন তারকারা। ফেসবুকে ‘সেভ সুন্দরবন’ হ্যাশটাগে পাশে দাঁড়াচ্ছেন সুন্দরবনের। কেউ কেউ প্রিয় সুন্দরবনকে বাঁচাতে নেমে পড়েছেন রাজপথে। গান কবিতায়ও সরব প্রতিবাদ চলছে।