
ঢাকা থিয়েটারের ৪৪ বছরে পর্দাপণ ও ৬০ এর ওপারে আফজাল হোসেন
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
১৯৭৩ সালের ২৯ জুলাই। কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। স্লোগান তাঁদের, ‘মৌলিক নাটক মঞ্চায়নের মধ্যে বাংলা নাটকের মুক্তি।’ এরপর চার দশকেরও বেশি সময়ের নাট্য অভিযাত্রা। আজ এই সংগঠনটি ৪৪ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময়ের নাট্যচর্চায় ঢাকা থিয়েটার উপহার দিয়েছে বেশ কিছু মঞ্চনাটক এবং পথনাটক। প্রশংসা কুড়িয়েছে দেশ-বিদেশে। শেক্সপিয়রের গ্লোব থিয়েটার’সহ বিদেশের বিভিন্ন মঞ্চে তুলে ধরেছে বাংলা নাটক। সেলিম আল দীন ও নাসির উদ্দিন ইউসুফ মিলে বাংলা নাটকে নতুন ধারার সূচনা করেছেন।
সেলিম আল দীনের লেখা ‘সংবাদ কার্টুন’ নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৭৩ সালের নভেম্বর মাসে। এটি নির্দেশনা দিয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ। একই সঙ্গে মঞ্চস্থ হয় হাবিবুল হাসানের লেখা ও নির্দেশনায় ‘সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ’ নাটক। তখন মাত্র দুই ও তিন টাকা দর্শনীর বিনিময়ে নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে। এই যুগল নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের নাট্যচর্চায় পথ চলা শুরু করে ঢাকা থিয়েটার।
সংগঠনটির অন্যতম কাণ্ডারি নাসির উদ্দিন ইউসুফের নেতৃত্বে বিকশিত হয়েছে ঢাকা থিয়েটার। আর ঢাকা থিয়েটারের হাত ধরে আলো ছড়িয়েছেন অনেকেই। এদের মধ্যে অন্যতম আফজাল হোসেন। গত ১৯ জুলাই আফজাল হোসেন পা রেখেছেন ৬২ বছরে। ‘ঢাকা থিয়েটারের ৪৩ বছর পূর্তি এবং ষাটের ওপারে আফজাল হোসেন’ এই নিয়ে শুক্রবার ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় বিশেষ সংস্কৃতিমূলক অনুষ্ঠানের।
এই অনুষ্ঠানে ছিলো নাটকের গান, আবৃত্তিসহ নানা পরিবেশনা। গান পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, শিমূল ইউসুফ। আবৃত্তি করেছেন হাসান আরিফ। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। এছাড়াও বর্তমান নাট্যঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আফসানা মিমি, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকসহ আরও অনেকে।