ফিচার

২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

প্যারাসুট ছাড়াই ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে ইতিহাসের বুকে নাম লিখিয়ে ফেলেছেন মার্কিন নাগরিক লুক অ্যাকিন্স। শুধু ঝাঁপ দিয়েই ক্ষ্যান্ত থাকেননি তিনি, সহিসালামতে আবার অবতারণও করতে পেরেছেন সুতোয় তৈরি নেটের উপর। ইতিহাসে এর আগে কোনো ব্যক্তি কোনো প্রকার প্রযুক্তির ব্যবস্থা ছাড়াই এতটা উঁচু স্থান থেকে ঝাঁপ দেয়াতো দূরের কথা, আজ অবধি কেউ সাহসও করেননি। অথচ লুকের রয়েছে আকাশ থেকে ঝাঁপ দেয়ার এক বিশাল অভিজ্ঞতা। এখন পর্যন্ত লুক মোট ১৮ হাজার বার আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন।

দক্ষিণ ক্যালেফোর্নিয়ার সিমি ভ্যালিতে হলো লুকের আখড়া। এখানেই তিনি এবং তার দলের সদস্যরা দিনের পর দিন চেষ্টা চালান এমন ভয়ঙ্কর সব কাজের। তবে এখন পর্যন্ত তারা শুধু আকাশ থেকে ঝাঁপ দেয়ার ব্যাপারটিই রপ্ত করতে পেরেছেন। ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনাও আছে তাদের, যা তাদের আরও উঁচুতে নিয়ে যাবে ইতিহাসের। এই সিমি ভ্যালিতেই তারা একশ বর্গফুটের একটি সূতোর নেটের উপর এই প্রশিক্ষণ চালান। সর্বশেষ যে ঝাঁপটি তিনি দিলেন, তা মার্কিন টেলিভিশন ফক্স নিউজ সরাসরি দেখায় জনগণের উদ্দেশ্যে।

৪২ বছর বয়সী লুক ১৯৩ কিলোমিটার বেগে মাটির দিকে নেমে আসেন। ২৫ হাজার ফুট উঁচু থেকে মাটিতে নামতে লুকের সময় লেগেছে মাত্র দুই মিনিট। মাটিতে নামার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে সমবেত জনতা। আর এই সমবেত জনতার মাঝে ছিল তার প্রিয় স্ত্রী ও সন্তান। নিজের অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে ফক্স নিউজকে লুক বলেন, ‘আমি প্রায় ভাসছিলাম যেন, এটা এক কথায় অবিশ্বাস্য। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এটা শেষমেষ ঘটলো। আমার মুখে আসলে কোনো কথা আসছে না।’

তবে লুক এই ঝাঁপ দেয়ার শেষমুহূর্তে পরিকল্পনা বাতিল করতে চেয়েছিলেন। কারণ তার নিরাপত্তার জন্য বারবার তাকে একটি প্যারাসুট নিতে বলা হচ্ছিল। এমনকি প্যারাসুট না নিলে তাকে ঝাঁপ দিতে দেয়া হবে না বলেও ঘোষণা দিয়েছিল আয়োজক কমিটি। কিন্তু এমন উচ্চতা থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিলে অতিরিক্ত ওজনের জন্য হিতে বিপরীত হতে পারতো। অবশ্য শেষমেষ দেখা যাচ্ছে, লুকের হিসেবই ঠিক ছিল। প্যারাসুট না নেয়ার কারণে আরও স্বাভাবিকভাবেই লুক মাটিতে অবতারণ করতে পারলো।

Show More

আরো সংবাদ...

Back to top button