রাজনীতি

কেউ সাড়া না দিলেও ‘ঐক্যে’ চেষ্টা করবেন নিলু

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার পর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবার জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

এ লক্ষ্যে চলতি সপ্তাহ থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে শুরু করে নির্বাচন কমিশন নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণপত্র পাঠাবে ফ্রন্ট।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে এনডিএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনডিএফ-এর মহাসচিব আলমগীর মজুমদার।

অনুষ্ঠানে এনডিএফ চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেন, সন্ত্রাস-উগ্রবাদ ও দুর্নীতি আজ সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। এটি এখন জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানে চাই জাতীয় ঐক্য। এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অভিযোগ-পাল্টা অভিযোগ ও দোষারোপের রাজনীতি থেকে বের হতে হবে। কারণ, এই জাতীয় সমস্যা থেকে জাতিকে মুক্তি দিতে রাজনৈতিক প্রতিহিংসা, জুলুম ও কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, ব্যাপক নাগরিক সচেতনতা ও রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যের লক্ষ্যে জাতীয় সংলাপ, সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ আলেম দ্বারা ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদানের উদ্যোগ জঙ্গি-সন্ত্রাস ও দুর্নীতি থেকে উত্তরণে সহায়ক হবে।

এনডিএফ’র সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে ফ্রন্টের চেয়ারম্যান নিলু বলেন, ‘জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে চলতি সপ্তাহ থেকেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়াপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রধানকে সংলাপের চিঠি দেয়া হবে।

গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর বেগম খালেদা জিয়া সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যের ডাক দেন। কিন্তু ক্ষমতাসীনরা তাতে সাড়া দেয়নি। এমন প্রেক্ষাপটে এনডিএফ’র ডাকে রাজনৈতিক দলগুলো সাড়া দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ শওকত হোসেন নিলু বলেন, ‘কেউ সাড়া দেবে কি দেবে না, সেটা তাদের ব্যাপার। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব।’

এ সময় আগামী ২৭ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠেয় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এনডিএফ’র পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচিতে সব নিবন্ধিত রাজনৈতিক দলসহ দেশবাসীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান নিলু।

এদিকে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আগামী ২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে দেশের রাজনীতিক, শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। সেখানে বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি ২০ দলীয় জোটের ভেতরে ও বাইরে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল দলগুলোকেও আমন্ত্রণ  জানানো হয়েছে বলে কৃষক শ্রমিক জনতা লীগ সূত্র জানায়।

এনডিএফ’র সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফ্রন্টের শরিক তৃণমূল ন্যাপের চেয়ারপারসন পারভীন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস ও মহাসচিব মিজানুর রহমান মিজু, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আলতাফ হোসেন মু্ন্না, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম, আব্দুল হাই সরকার, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহীদুজ্জামান, এনপিপির মহাসচিব আব্দুল হাই মণ্ডল, প্রেসিডিয়াম সদস্য বাবুল সরদার চাখারী প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button