
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান ত্রাণমন্ত্রীর
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সারাদেশে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল রাজনৈতিক দল ও বিত্তবান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে বাংলাদেশ প্রকৌশল ইনস্টিটিউশনে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উদ্ভাবনী মেলার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিৎ। তিনি বলেন, কেবল মাত্র আওয়ামী লীগ সরকারই বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এই ধরণের কোনো উদ্যোগ এখনো কোনো রাজনৈতিক দল নেয়নি। মন্ত্রী, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল রাজনৈতিক দল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ শাহ কামাল মেলার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে রোল মডেল হিসেবে অভিহিত করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ এখন জীবন, জীবিকা ও সম্পদের ক্ষতি কমিয়ে জরুরী ত্রাণ ও পুনর্বাসন সহ দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি হ্রাস করার সক্ষমতার জন্য কাজ করে একটি অসাধারণ সাফল্য অর্জন করেছে। এছাড়া, গত কয়েক দশক ধরে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার উপর নতুন কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছি বলেও তিনি জানান। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মাঠ পর্যায়ের কার্যক্রমের পাশাপাশি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় উচ্চশিক্ষার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগকে কার্যকরভাবে মোকাবেলা করতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার একটি ‘মহাপরিকল্পনা’ গ্রহণ করেছে।