
৬% সুদে ঋণ পেতে বেশি করে রাজস্ব দিতে হবে
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘গ্রিন শিল্পের উন্নয়নের জন্য ঋণ প্রয়োজন। পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার জন্য সরকার ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দিতে পারে। তবে এজন্য সবাইকে বেশি করে রাজস্ব দিতে হবে।’
রোববার রাজধানীর চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত ‘প্রোমোটিং গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর বাংলাদেশ : অপরচুনেটিজ অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিজ যেভাবে গ্রোথ হচ্ছে তাতে কার্বনের পরিমাণ আরো বেড়ে যাবে। কার্বন কমাতে গেলে আমাদের গ্রিন ইন্ডাস্ট্রিজ করতে হবে। গ্রিন ইন্ডাস্ট্রিজ করতে গেলে সাবসিডাইস মানি প্রয়োজন। কিন্তু ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দেয়া গেলে শিল্প মালিকরা পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে পারবেন।’
‘৬ থেকে ৭ শতাংশ ঋণ দেয়ার জন্য রাজস্বের পরিমাণ বাড়াতে হবে। এজন্য সবাইকে বেশি বেশি করে রাজস্ব দিতে হবে।’ যোগ করেন তিনি।
মুহিত বলেন, ‘কনজ্যুমার এবং প্রোডিউসারের মধ্যে সরকার হলো থার্ড পার্টি। এক্ষেত্রে সরকারের রোল গুরুত্বপূর্ণ। থার্ড পার্টি হিসেবে সহায়তা করতে গেলে সরকারের রাজস্ব বাড়াতে হবে। বর্তমানে রাজস্বে এটা কাভার করে না। আল্টিমেটলি আমার মনে হয়েছে সরকারের রাজস্ব আরো বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘ট্যানারির জন্য আমরা সরকারিভাবে সাভারে পরিবেশবান্ধব ট্যানারি জোন করে দিয়েছি। অন্য খাতগুলোর জন্য এখনো এরকম জোন করা সম্ভব হয়নি। তবে ধারাবাহিকভাবে সেদিকে এগুচ্ছি।’
এসময় শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘টেকসই উন্নয়ন করতে গেলে আমাদের পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠায় নির্দেশনা দিয়েছেন। আমরা ব্যবসায়ীসহ শেয়ার হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে কীভাবে অতি দ্রুত পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার ব্যবস্থা করা হবে।’
এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন- বিসিএএসের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, বে- ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।