অর্থ ও বাণিজ্য

দরপতনেও ডিএসইতে লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। দর পতন হয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার মিউচুয়াল ফান্ড।

তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে পাঁচশ কোটি টাকা। অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫০২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৫ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৪১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১২ হাজার ৮২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯১৭ পয়েন্টে  এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর।

Show More

আরো সংবাদ...

Back to top button