আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল গোপন সামরিক মহড়া

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

অত্যন্ত গোপনে যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে দিন দিন সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। আর এই পরিস্থিতেই গোপনে এই মহড়া অনুষ্ঠিত হল।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্যে ‘নোবেল শারলি’ নামের এই সামরিক মহড়াটি ইসরায়েলি নেজেভ মরুভূমিতে অনুষ্ঠিত হয়েছে। দিনরাত ধরে এই মহড়ায় মার্কিন মেরিন সেনা এবং ইসরায়েলের বিমান, নৌ ও পদাতিক বাহিনীর স্পেশাল ইউনিটের সেনারা অংশ নেয়।

মহড়ায় শত্রুসীমার মধ্যে হেলিকপ্টার থেকে কমান্ডো সেনাদের অবতরণ ও শহর এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া শত্রুর সঙ্গে কাছাকাছি অবস্থানে থেকে যুদ্ধ ও ‘মিলিটারি টেকওভার’ কৌশল শেখানো হয়েছে। মহড়ায় ইসরায়েলের মধ্যমপাল্লার ‘ডেভিডস স্লিং’ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button