আন্তর্জাতিক

জেলখানায় ফিরে যেতে ব্যাংক ডাকাতি!

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

মাত্র কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন এক নারী, কিন্তু আবার জেলে ফিরে যেতে তিনি ব্যাংক ডাকাতি করেছেন। তারপর ডাকাতির টাকা বাংকের সামনের রাস্তায় উড়িয়ে পুলিশের অপেক্ষা জন্য করেছেন। ব্যাতিক্রমি এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ওরেগণ অঙ্গরাজ্যে শুক্রবার।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওয়াওমিংয়ের একটি ব্যাংক ডাকাতির পর ৫৯ বছর বয়সী লিনডা প্যাট্রিসিয়া থম্পসন না পালিয়ে পুলিশের জন্য অপেক্ষা করেছেন। পরে বলেছেন, তিনি আবার জেলখানায় ফিরে যেতে চান।

থম্পসন বলেছেন, জেলখানা থেকে বেরনোর পর গত সপ্তাহে ছেয়েন্নি পার্কে এক অপরিচিত ব্যক্তি তাকে মেরে তার চোয়ালের হাড় ভেঙ্গে দিয়েছে। তাছাড়া গৃহহীনদের আবাসন কেন্দ্রে তিনি সামান্য মাথা গোঁজার ঠাই পান নি। রাস্তায় জীবন কাটানো সম্ভব না দেখে বুধবার তিনি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেন।

উল্লেখ্য পূর্বেও তিনি জেল খেটেছেন ২য় মাত্রার ব্যাংক ডাকাতি মামলায়। গত জুন মাসে তিনি ছাড়া পান। যদি মুক্তি পাওয়ার আগে তিনি পুলিশদের অনুরোধ করেছিলেন মুক্তি না দেয়ার জন্য। তারমত গৃহহীনের জন্য জেল হাজতই বোধ হয় নিরাপদ জায়গা।

Show More

আরো সংবাদ...

Back to top button