আন্তর্জাতিক

টেক্সাসে আকাশ ভ্রমণের বেলুন বিস্ফোরণ, নিহত ১৬

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকাশে ভ্রমণের সময় একটি বেলুন বিস্ফোরিত হয়ে বেলুনে থাকা সকল যাত্রী নিহত হয়েছেন। রাজ্য পুলিশ জানায়, ১৬ জন যাত্রী ছিলেন বেলুনটিতে। তাদের কেউ বেঁচে নেই। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টেক্সাসের কাল্ডওয়েল কাউন্টির লকহার্ট শহরে এ ঘটনা ঘটে। টেক্সাস নিরাপত্তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।   ঘটনাস্থল লকহার্ট শহরের নির্দিষ্ট এলাকায় মাঝেমধ্যেই ভ্রমণ বেলুন নামে। ওই স্থানে গতকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহে লাইনের সংস্পর্শে এসে বেলুনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বেলুনে থাকা ১৬ জনই নিহত হন।   ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হুশ শব্দটি শুনতে পান। পরে তিনি আগুনের গোলা দেখেন। বিদ্যুৎ সরবরাহ লাইনের উচ্চতায় উঠে যায় এই আগুন। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভ্রমণ বেলুনটিতে ১৬ ব্যক্তি ছিলেন। তবে বেলুন এবং এর ভ্রমণকারীদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তারা।

Show More

আরো সংবাদ...

Back to top button