বিজ্ঞান ও প্রযুক্তি

বেসিসের নতুন কমিটিকে রেইজ আইটি সলিউশন্স’র অভিনন্দন

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছে রেইজ আইটি সলিউশন্স লিমিটেড ও এর সহ প্রতিষ্ঠান রিটস অ্যাডস নেটওয়ার্ক।

শনিবার (৩০ জুলাই) বিকেলে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে কমিটিকে অভিনন্দন জানান।

এসময় বেসিসের প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট রাশিদুল হাসান ও ফারহানা এ রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে রেইজ আইটি সলিউশন্স লিমিটেড ও রিটস অ্যাডস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর কে. এ. এম রাশেদুল মাজিদ, চিফ অপারেটিং অফিসার বিএম খালিদ সহ প্রতিষ্ঠান দুটির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ই.ওয়াই আইটি সলিউশন্স’র সিইও ইমরান হাসান।

উল্লেখ্য, গত ২৫ জুন বেসিসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন এই কমিটি নির্বাচিত হয়।

সেখানে ভবিষ্যতে বেসিস ও রিটস অ্যাডস নেটওয়ার্ক একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button