
সড়ক দুর্ঘটনায় আমিরাতে বাংলাদেশি নারী নিহত
ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে আসা এক বাংলাদেশি নারী আল-আইনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম কাজুকো ভূঁইয়া (৬৪)। নিহতের বাড়ি ঢাকায়। এ দুর্ঘটনায় তার স্বামীসহ আহত হয়েছেন আরও দুজন। জানা গেছে, গত ২৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় আমিরাতের গ্রিনসিটি খ্যাত আল-আইন দেওয়ান রাউন্ড অ্যাবাউট এলাকায় দ্রুতগতির একটি গাড়ি তাদের বহনকৃত গাড়িটিকে পেছন দিক থেকে প্রচণ্ডভাবে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গাড়িতে থাকা তার স্বামী ড. মমতাজউদ্দিন ভূঁইয়া ও আল-আইনে অবস্থানরত ডাক্তার মেজবাহউদ্দিন আহমদ (গাড়িচালক) আহত হলে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহত কাজুকো ভূঁইয়ার লাশ আল-আইন জিমি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ধাক্কা দেওয়া গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ। নিহত কাজুকো ভূঁইয়া জাপানের পাসপোর্টধারী তবে স্বামী ও সন্তানদের সুবিধায় তিনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে আসছিলেন বলে জানা যায়। সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখান থেকে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে আসেন এবং এখান থেকে তার বাংলাদেশেই যাওয়ার কথা ছিল।